ঢাকায় অপহৃত শিশু বরিশালে উদ্ধার


প্রকাশিত: ১২:৫২ পিএম, ২২ আগস্ট ২০১৫

ঢাকা থেকে অপহরণের তিনদিন পর শিশু তাজমিম অক্তারকে (৭) বরিশালের আগৈলঝাড়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই শিশুর মামি জরিনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রাংতা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশু তাজমিম ঢাকার মিরপুর পাইকপাড়া ১০৩/১ স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অফিস সহকারী রুহুল আমিনের মেয়ে।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, তাজমিমকে ১৯ অাগস্ট ঢাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই মিরপুর মডেল থানায় রুহুল আমিন বাদী হয়ে তার শ্যালক সাদ্দাম হোসেন ও শ্যালকের স্ত্রী জরিনা বেগমকে আসামি করে অপহরণের মামলা দায়ের করেন।

মিরপুর থানা পুলিশ গুলশান থেকে সাদ্দাম হোসেনকে (৪০) গ্রেফতার করলেও অপহৃত শিশুকে উদ্ধার করতে পারেনি। পরে স্বজনদের মাধ্যমে জানতে পেরে সাদ্দামের স্ত্রী জরিনা বেগমের বাবার বাড়ি আগৈলঝাড়ার রাংতা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে শিশু তাজমিমকে উদ্ধার করে। এ সময় অপহরণের অভিযোগে জরিনা বেগমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জরিনা জানায়, তার বিয়ের পর জানতে পারে স্বামী সাদ্দাম একজন মাদক ব্যবসায়ী। এর আগেও তিনি একাধিক বিয়ে করেছেন। স্বামীর সঙ্গে সংসারের ঝামেলা মেটাতে তাজমিমকে তার (জরিনার) কাছে এনেছিলেন। ভাগ্নিকে অপহরণ করেননি বলেও দাবি করেন তিনি।

সাইফ আমীন/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।