সুনামগঞ্জের হাওরে ৬৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৫০ এএম, ২৯ ডিসেম্বর ২০১৮

সুনামগঞ্জের ৫টি আসনের হাওর এলাকায় অবস্থিত ৬৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে আনসার, পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমাণ টিম, বিজিবি, র‌্যাব ও সেনা টহল থাকবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ৫টি আসনে ৮৯টি কেন্দ্র হাওর এলাকায় অবস্থিত। এর মধ্যে ৬৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ও ২২টি কেন্দ্রকে সাধারণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনে ১৯টি, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ১৬টি, সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) ১২টি, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে ১২টি এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে ৮টি।

হাওরে অবস্থিত কেন্দ্রগুলোতে ভোটের আগেই নির্বাচনী কর্মকর্তা ও বিভিন্ন বাহিনীর সদস্যরা পরিদর্শন করেছেন এবং স্থানীয় ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান বলেন, ‌‘হাওরের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবেন। কেন্দ্রগুলোতে ভোটের দিন আনসার, পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমাণ টিম, বিজিবি, র‌্যাব ও সেনা টহল থাকবে।’

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘হাওরের কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছে গেছে। এসব কেন্দ্রগুলো ভোটের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

মোসাইদ রাহাত/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।