বগুড়া-৫ : যুবলীগ নেতাকে পেটাল ধানের শীষের সমর্থকরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৪৭ এএম, ২৯ ডিসেম্বর ২০১৮

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের প্রার্থী হাবিবর রহমানের নৌকা মার্কার পোস্টার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে আবদুল হামিদ (৩৬) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়েছে ধানের শীষের কর্মী-সমর্থকরা।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। আহত হামিদকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তরা শ্যামগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে আওয়ামী লীগের প্রার্থী এমপি হাবিবর রহমানের নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলে। শুক্রবার সকালে শ্যামগাঁতি গ্রামের মৃত কেফাত শেখের ছেলে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল হামিদ পোস্টার ছেঁড়ার ব্যাপারে একই গ্রামের বিএনপি নেতা আনোয়ারুল ইসলামের কাছে জানতে চান। এতে ওই বিএনপি নেতা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে বিএনপি নেতা আনোয়ারুলসহ ১০-১২ জন আবদুল হামিদকে পিটিয়ে আহত করে।

ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু জানান, বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের ধানের শীষের কর্মী সমর্থকরা আওয়ামী লীগের প্রার্থী হাবিবর রহমানের নৌকার পোস্টার ছিঁড়ে ফেলেছে। এর প্রতিবাদ করলে যুবলীগ নেতা আবদুল হামিদকে পিটিয়ে আহত করে ধানের শীষের কর্মী সমর্থকরা।

এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।