আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি : জাফর ইকবাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮

নীলফামারী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী বলেছেন, আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করিনি, আমার প্রার্থিতা প্রত্যাহার করা হয়নি, আমি নির্বাচনের মাঠে আছি। আগামী ৩০ তারিখের নির্বাচনে ভোটারদের সমর্থনে বিজয়ী হবো ইনশাআল্লাহ।

শুক্রবার দুপুরে ডোমার উপজেলা শহরে অবস্থিত তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাফর ইকবাল সিদ্দিকী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বৃহস্পতিবার বিকেলে বলেছেন, মহাজোট ব্যাতীত জাতীয় পার্টির প্রার্থীরা মুক্তভাবে নিজ নিজ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন, কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। অথচ এই আসনের আওয়ামী লীগের প্রার্থী আফতাব উদ্দিন সরকার এবং তার লোকজন প্রচার করছেন, আমি নাকি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি, অথবা আমাকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে আমার নির্বাচনী এলাকা ডোমার ডিমলা ও চিলাহাটিবাসীকে জানাতে চাই, আমি মনোনয়ন প্রত্যাহার করিনি, আমাকে কেউ প্রত্যাহার করার নির্দেশও দেয়নি এবং আমি প্রত্যাহার করবো না। আমি এই এলাকায় আছি, ৩০ তারিখ নির্বাচন করবো, জনগণের রায় নিয়ে বিজয়ী হবো বলে আশাবাদী।

এ সময় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের স্বাক্ষরিত চিঠি উপস্থিত সাংবাদিকদের মাঝে বিতরণ করেন। ওই চিঠিতে জাতীয় পার্টির কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবে না, সবাইকে নির্বাচনের মাঠে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জাফর ইকবাল সিদ্দিকী আওয়ামী লীগের প্রার্থীকে উদ্দেশ করে বলেন, তারা আমার জনসমর্থন দেখে ভয়ে ভীত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছেন। তাদের এসব অপপ্রচারে নেতাকর্মী সমর্থক ও ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এই আসনটি মহাজোটের উম্মুক্ত হলেও আওয়ামী লীগের প্রার্থী তার পোস্টারে নিজেকে মহাজোটের প্রার্থী হিসেবে দাবি করে আসছেন।

এ সময় অন্যান্যের মধ্যে ডোমার পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, ডোমার উপজেলা জাতীয় পাটির জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাইদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহেদুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।