ফের ভোটের মাঠে ফিরলেন জাপার আক্কাছ আলী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮

প্রত্যাহারের তিন দিন পর ফের ভোটের মাঠে ফিরেছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার এমপি। বৃহস্পতিবার রাতে দলটির চেয়ারম্যান এইচএম এরশাদের নির্দেশে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি।

এর আগে গত মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের উপস্থিতিতে ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী এমএ মতিনকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন আক্কাছ আলী। সেই সময় এরশাদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার এরশাদ দেশে ফিরে বৃহস্পতিবার রাতে মহাজোট ব্যাতীত আসনে জাপার প্রার্থীদের মাঠে থাকার নির্দেশ দেন। এ নির্দেশ পেয়ে ওই রাতেই উলিপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা আক্কাছ আলীর পক্ষে পাড়া-মহল্লায় ও মসজিদে মাইকিং করে তার মাঠে ফিরে আসার ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার। তিনি বলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আক্কাছ আলী সরকার ফিরে আসায় মাঠে নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস দেখা দিয়েছে।

জিতু কবীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।