চুমকিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন শিশির

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকিকে (নৌকা) সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রাথী রাহেলা পারভীন শিশির (লাঙ্গল)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কালীগঞ্জ পৌর এলাকার আজাদ কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কালীগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (১৫৮) আসনের জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় সকল প্রকার প্রচার-প্রচারণা ও কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করা হলো। মহাজোটের স্বার্থে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ আসনে স্থানীয় জাপা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মহাজোটের প্রার্থী মেহের আফরোজ চুমকিকে (নৌকা) বিজয়ী করার জন্য কাজ করবেন।

এ সময় জাপা নেতা আব্দুল কাইয়ুম, কাজী নোমান, শরীফুল ইসলাম, সিরাজ মিয়া, সৈকত হোসেন সেকু, আলমগীর হোসেন, কাজী কবির হোসেন, আফজাল হোসেন, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে এ আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়াল চারজন। এরা হলেন- আওয়ামী লীগ প্রার্থী মেহের আফরোজ চুমকি (নৌকা), বিএনপির একেএম ফজলুল হক মিলন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান (হাতপাখা) ও জাকের পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ (গোলাপ ফুল)।

আব্দুর রহমান আরমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।