৬৯৫ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৯টি ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ৬৯৫ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৯টি ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে এসব ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরিকল্পনা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ৬৯৫ ভোট কেন্দ্রের মধ্যে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অধীনে রয়েছে ১৯৬টি কেন্দ্র। যার ১৮৬টিকে ঝুঁকিপূর্ণ বলছে আরএমপি।

অন্যদিকে, জেলায় মোট ভোট কেন্দ্র ৪৯৯টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে ২০৩টি। বাকি ভোট কেন্দ্রগুলো সাধারণ।

পুলিশের পরিকল্পনায়, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তায় থাকবে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটের আগের দিন থেকেই নিয়োজিত থাকবেন নিরাপত্তা কর্মীরা।

সশস্ত্র পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। থাকবে র্যাব ও বিজিবির টহল। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীও দায়িত্ব পালন করবেন।

ভোট কেন্দ্রের নিরাপত্তা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

আরএমপির তথ্যমতে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১৭ নিরাপত্তা কর্মী। এদের মধ্যে একজন এসআই বা এএসআই, চারজন কনস্টেবল এবং ১২ জন আনসার সদস্য।

আর সাধারণ কেন্দ্রগুলোর একজন কনস্টেবল কমিয়ে দায়িত্বে থাকবেন ১৬ জন নিরাপত্তা কর্মী। নির্বাচনকে কেন্দ্র করে এবারই প্রথম আনসার বাহিনীর হাতে আগ্নেয়াস্ত্র প্রদান করা হচ্ছে। ভোট কেন্দ্রের পাশাপাশি পুরো আরএমপি এলাকার টহল দেবে ৫১টি ভ্রাম্যমাণ দল।

আরএমপির মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, আরএমপির আওতাধীন এলাকায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছে। কোথাও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক জানিয়েছেন, ভোট কেন্দ্র ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নির্ভয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দফতর জানিয়েছে, রাজশাহীর ছয়টি আসনে এবার মোট ভোটার ১৯ লাখ ৪২ হাজার ৫৬২ জন। এর মধ্যে ৯ লাখ ৬৭ হাজার ৭১০ জন পুরুষ এবং ৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জন নারী ভোটার। ৬৯৫টি কেন্দ্রের ৪ হাজার ১৩৪টি কক্ষে ভোট গ্রহণ হবে।

ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।