ভোটাররা নিরাপদে কেন্দ্রে আসতে পারবে : বিজিবি কমান্ডার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া বলেছেন, ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে তার সব ব্যবস্থা করা হয়েছে। এর জন্য গত চার মাস থেকে মাঠে কাজ করছে বিজিবি।

তিনি বলেন, ভোটারদের কথা চিন্তা করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাজেই ভোটাররা নিরাপদে কেন্দ্রে আসতে পারবে এবং বাড়ি ফিরতে পারবে। এ কাজে সাংবাদিকদেরও সহযোগিতা করতে হবে।

বুধবার বেলা ১১টার দিকে দিনাজপুর কুঠিবাড়ী বিজিবির অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

সেক্টর কমান্ডার সোহরাব ভূঁইয়া বলেন, বিজিবি এবং সংবাদকর্মীদের মধ্যে যে সমন্বয় রয়েছে, সেই সমন্বয়ের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সকল ক্ষেত্রে মর্যাদা লাভ করেছে। তাই দেশ ও জনগণের কল্যাণ বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশন করতে হবে সাংবাদিকদের।

মতবিনিময় সভায় দিনাজপুরের সাংবাদিক নেতৃবৃন্দসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- ৪২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।