ঐক্যফ্রন্ট ও আ.লীগের জনসভাস্থলে ১৪৪ ধারা জারি
টাঙ্গাইলের বাসাইলে একই স্থানে আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্ট নির্বাচনী জনসভার আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বপ্না এই আদেশ জারি করেন।
এর আগে বড় দুটি দল বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী জনসভা করার ঘোষণা দেয়। একই স্থানে জনসভা আহ্বান করায় সেখানে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসন বাসাইল বাসস্ট্যান্ডসহ এর আশপাশের এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
এ প্রসঙ্গে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না জানান, বুধবার বিকেলে বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভা করার জন্য স্থানীয় ছাত্রলীগ ও ঐক্যফ্রন্টের পক্ষে কৃষক শ্রমিক জনতা লীগ আবেদন করে। একই সময় একই স্থানে জনসভা আয়োজন করায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই আদেশ আজ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যকর থাকবে।
আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম