রাঙ্গামাটিতে আ.লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:২১ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

রাঙ্গামাটির বরকল উপজেলায় কুরকুটিছড়ি এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করে বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবীর কুমার চাকমা বলেন, বুধবার মধ্যরাতে উপজেলার কুরকুটিছড়ি এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অফিস বিএনপির লোকেরা জ্বালিয়ে দেয়। আমি তাদের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি যথাযথ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বরকল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া পারভিন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে অনুমানিক রাত ৩-৪টার দিকে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সাইফুল উদ্দীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।