কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত
নিষেধাজ্ঞা তুলে তিন মাস পর রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত করে দেয়া হয়েছে। এর ফলে হ্রদে আগের ন্যায় মাছ শিকার, আহরণ, পরিবহণ ও বিপণন স্বাভাবিক হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকে হ্রদে মাছ শিকারের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন জানান, চলতি মৌসুমে মাছের প্রাকৃতিক প্রজনন, উৎপাদন ও বংশ বিস্তার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় হ্রদে মাছ শিকার, আহরণ ও বিপণনের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এর ফলে ২১ আগষ্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে আগের ন্যায় যে কোনো ধরনের মাছ শিকার, আহরণ, পরিবহন ও বিপণন স্বাভাবিক হয়েছে।
জেলা প্রশাসক আরো বলেন, কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদন নিশ্চিত করতে ১৯ মে মধ্যরাত থেকে এই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বিপণন ও পরিবহণ নিষিদ্ধ করা হয়। মাছের প্রাকৃতিক প্রজনন শেষ হওয়ায় এতে আর ব্যাহত হওয়ার কোনো আশঙ্কা নেই। এজন্য কাপ্তাই হ্রদ হতে মাছ শিকার, আহরণ, পরিবহন ও বিপণন পুনরায় চালু করে দেয়া হয়েছে। তবে কাপ্তাই হ্রদের ৭টি মৎস্য অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।
এদিকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় তিন মাস পর হ্রদে আবারো মাছ শিকারে নেমেছেন জেলেরা। এতে তারা এখন ফিরে পেয়েছেন কর্মচাঞ্চল্য ও স্বস্তি।
এমএএস/আরআইপি