চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানসহ দুই বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:২০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের নির্বাচনী দায়িত্বে থাকা দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের নিজ বাড়ি থেকে হামিদুল হক মন্নানকে এবং এর আগে ভোরে উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক শওকত আলমকে গ্রেফতার করে পুলিশ।

চট্টগ্রাম মহানগর যুবদলের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান ও এই আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী দায়িত্বে থাকা মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন,‘বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক মন্নানকে আজ বিকেলে করলডেঙ্গা ইউনিয়নের নিজ বাড়ি থেকে ও শওকত আলমকে বোয়ালখালী পৌর সদরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তারা বোয়ালখালীতে বিএনপির নির্বাচনী কাজ সমন্বয় করছিলেন।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইরুল ইসলাম বলেন, ‘গ্রেফতার দু’জনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এর মধ্যে শওকত আলমকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে। হামিদুল হকের বিরুদ্ধে মামলা যাচাই-বাছাই করা হচ্ছে।’

আবু আজাদ/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।