নারায়ণগঞ্জ জেলা গণফোরাম সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১০ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮
ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে জেলা গণফোরাম সভাপতি দেলোয়ার হোসেন চুন্নুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর টানবাজার এসএম মালেহ রোডের বাসা থেকে সদর মডেল থানা-পুলিশ গ্রেফতার করা হয়।

দেলোয়ার হোসেন চুন্নু নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরামের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা।

ধানের শীষের পক্ষে কাজ করার কারণেই মিথ্যা মামলায় চুন্নুকে গ্রেফতার করা হয়েছে দাবি করে ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম বলেন, আমার উপদেষ্টাকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে একটি সাজানো মামলার আসামি করা হয়েছে। আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই সেলিম ওসমান এমন সব কাণ্ড ঘটাচ্ছেন। তারা চায় আমি যেন নির্বাচন থেকে সড়ে যাই। যে ঘটনায় মামলা হয়েছে, নারায়ণগঞ্জে এমন কোনো ঘটনা ঘটেছে বলে কারও জানা নেই।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই আনোয়ার বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় দায়ের হওয়া একটি মামলায় চুন্নুকে গ্রেফতার করা হয়েছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।