মনসুরের গাড়িবহরে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

মৌলভীবাজার-২ আসনের ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদের গাড়িবহরে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে।

এ সময় পুলিশের সঙ্গে সুলতান সমর্থকদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে সুলতান সমর্থক ও পুলিশসহ পাঁচজন আহত হন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

molovibazar

স্থানীয়রা জানান, রাউৎগাঁওয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ গণসংযোগ কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা সাইকেল ও গাড়িবহর নিয়ে তার সঙ্গে ছিলেন। হঠাৎ কুলাউড়া থানা পুলিশের এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ গাড়িবহরে বাধা দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ এবং নেতকর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় সুলতান মনসুর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। পরে সুলতান মনসুরের ব্যক্তিগত ক্যামেরাম্যানের ক্যামেরা নিয়ে যায় পুলিশ। ধস্তাধস্তিতে পুলিশের এসআই জহিরুল ইসলামসহ তিন পুলিশ সদস্য ও মনসুরের ব্যক্তিগত সহকারী সাহেদ এবং ব্যক্তিগত ফটোগ্রাফার আহত হন।

molovibazar

জেলা বিএনপির সহ-সভাপতি আবেদ রাজা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে পুলিশ আমাদের প্রচারকাজে বাধা দিয়ে নেতাকর্মীদের আহত করেছে। আমরা এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দেব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাড়িবহরে বাধা দেয়ার কারণ জানতে চাইলে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা বলেন, গাড়িবহরে যেন অস্থিতিশীল কিছু না ঘটে সেজন্য পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বিএনপি নেতকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি।

রিপন দে/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।