নির্বাচনে বিএনপি-জামায়াতের কবর রচনা হবে : নাসিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেসি-নেইমার গোল মিস করতে পারে কিন্তু আগামী ৩০ ডিসেম্বর শেখ হাসিনার বিজয়ের গোল মিস হবে না। বিএনপি-জামায়াত বলেছিল বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে আসবে না। এখন তারা নাকে খত দিয়ে এবারের নির্বাচনে এসেছে।

সোমবার বিকেল সোয়া ৫টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নাসিম আরও বলেন, বিএনপি-জামায়াত যেন কোনো অজুহাত দ্বার করিয়ে মাঠ থেকে পালিয়ে না যায়। ৩০ ডিসেম্বর বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে লাল কার্ড দেখিয়ে তাদের বিতাড়িত করবে। নির্বাচনে বিএনপি-জামায়াতের কবর রচনা হবে।

সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন গাইবান্ধা-৫ আসনে মহাজোটের প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, সাম্যবাদী দলের সভাপতি ডা. শাহাদত হোসেন, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদার, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সাঘাটা উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য সাকোয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান নিটল, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার প্রমুখ।

জাহিদুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।