সিলেটে নৌকার দুই নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮

সিলেট-১ ও ৩ আসনে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিনগত রাত ১টার দিকে পৃথক এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদেখিতে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ড. একে আব্দুল মোমেনের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা চালানো হয়।

৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ আহমদ মাসুদ জানান, হটাৎ একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কার্যালয় লক্ষ্য কয়েকটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। ককটেলগুলো কার্যালয়ের ভেতরে বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি।

খবর পেয়ে পুলিশ ও সিলেটের আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

এদিকে সিলেট-৩ আসনে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে দাউদপুর গ্রামে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মাহমুদুস সামাদ চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে এ হামলা হয়।

জানা গেছে, হঠাৎ করে রাত সাড়ে ৯টার দিকে দাউদপুর এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দৌড়া-দৌড়ি শুরু করলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ছামির মাহমুদ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।