সন্ত্রাস করে জনমত পাল্টে দেয়া যাবে না : মিনু
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, গণগ্রেফতার ও সন্ত্রাস করে জনমত পাল্টে দেয়া যাবে না। রোববার রাজশাহী নগরীতে নির্বাচনী প্রচারণার শুরুতে এ কথা বলেন মিনু।
মিজানুর রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী। টানা ১৭ বছর রাজশাহী সিটি মেয়র ছিলেন তিনি। এছাড়া রাজশাহী সদর আসনের সংসদ সদস্যও ছিলেন।
সর্বশেষ নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার কাছে হেরে যান মিনু। এবারও এ আসনে নৌকার প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাদশা।
মিনু বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। নৌকা প্রতীকের প্রার্থী ও তাদের লোকজন সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা ধানের শীষের প্রচার-প্রচারণায় পদে পদে বাধা দিচ্ছে। ধানের শীষের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে।
মিনুর অভিযোগ, ক্ষমতাসীনদের হামলা-নিপীড়নের শিকার হচ্ছেন ধানের শীষের লোকজন। তারা ব্যানার-ফেস্টুন, পোস্টার সরিয়ে দিচ্ছে। অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছেন।
মিনু আরও অভিযোগ করেন, রাতের অন্ধকারে পুলিশ ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে হানা দিচ্ছে। ভয়-ভীতি দেখাচ্ছে। মামলা ছাড়াই নেতাকর্মীদের ধরে নিয়ে যাচ্ছে। সন্ত্রাস করে জনগণের মন থেকে ধানের শীষ মুছে ফেলা যাবে না।
নির্বাচনী প্রচারণায় তার সঙ্গে ছিলেন- নগর বিএনপির সভাপতি সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর যুবদলের সাবেক সভাপতি ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট ওয়ালিউল হক রানা, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার ও বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ।
ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম