শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে বিএনপি : বাদশা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা অভিযোগ করেছেন, রাজশাহীতে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ উত্তপ্ত করে তুলছে বিএনপি। রোববার নির্বাচনী প্রচারণায় নেমে তিনি এ অভিযোগ করেন।

বাদশা রাজশাহী-২ (সদর) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী। নৌকা প্রতীকে গত দুই মেয়াদে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন বাদশা। এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

Rajshahi-Badsha-News

বাদশার অভিযোগ, মিজানুর রহমান মিনু মিথ্যাচার করছেন, অপপ্রচার করছেন। জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। শান্তিপূর্ণ পরিবেশ উত্তপ্ত করে তুলছেন। তারপরও আমরা সহনশীল আছি।

তিনি বলেন, শনিবার শহরে শিবিরের ক্যাডাররা মুখ বেঁধে মিছিল করেছে। মিজানুর রহমান মিনু নির্বাচনে শিবির ক্যাডারদের ব্যবহার করছেন। আমি আগেই বলেছি, জঙ্গি মদদদাতারা প্রার্থী হলে তার জন্য জঙ্গিরা মাঠে নামবে। এটা তার প্রমাণ।

Rajshahi-Badsha-News

ফজলে হোসেন বাদশা বলেন, গতকাল মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এতে ২৮ ডিসেম্বর থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কর্মীদের নির্দেশ দিতে শোনা যাচ্ছে। এমন অপচেষ্টার জন্য বুলবুলকে গ্রেফতার করা উচিত। তা না হলে নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফজলে হোসেন বাদশা এ দিন ১৯ নম্বর ওয়ার্ডের শিরোইল কলোনী থেকে নৌকা প্রতীকের প্রচারণা শুরু করেন। পায়ে হেঁটে তিনি নগরীর ছোটবনগ্রাম হয়ে বারোরাস্তার মোড় পর্যন্ত গণসংযোগ করেন। মিছিল নিয়ে কর্মী-সমর্থকরা তার সঙ্গে যোগ দেন।

Rajshahi-Badsha-News

এ সময় তার সঙ্গে ছিলেন- ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক মো. কামরুল, ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. জাফর ও নগর যুবমৈত্রীর সহ-সভাপতি শিশির আহমেদ প্রমুখ।

ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।