দিনাজপুরে ভুল অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যু


প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২১ আগস্ট ২০১৫

দিনাজপুরের বীরগঞ্জে ভুল অস্ত্রোপচারে মোছাঃ ফুলছুড়ি বেগম (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৯টায় পৌর শহরের মা ও শিশু কেয়ার এ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

প্রসূতির মৃত্যুর প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করেছে। ঘটনার পর থেকে ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা পলাতক রয়েছে।

ফুলছুড়ি বেগম উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের দিনমজুর মোঃ বাদশা মিয়ার স্ত্রী। বাদশা মিয়া জানান, সকাল ১১টায় পৌর শহরের মা ও শিশু কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে আমার স্ত্রীকে ভর্তি করি। সেখানে ক্লিনিক মালিক ডা. ভবতোশ রায় পরীক্ষা-নিরীক্ষা শেষে সিজার করার পরামর্শ প্রদান করেন। চিকিৎসকের পরামর্শক্রমে রোগীকে ভর্তি করা হয় এবং সন্ধ্যা ৬টায় সিজার করেন। অপারেশন কক্ষ থেকে ডা. বেড়িয়ে এসে রোগী নিয়ে মাইক্রোবাস যোগে দ্রুত দিনাজপুর রওনা দেন। এরপর রাত সাড়ে ৮টায় মাইক্রোবাসটি আমার গ্রামের বাড়ীতে আমার স্ত্রীকে মৃত অবস্থায় নিয়ে আসে। গাড়ীতে লাশ আর নবজাতক জীবিত মেয়ে শিশু ছাড়া আর কেউ ছিল না। তাদের আচরণে মনে হয়েছে, রোগী ক্লিনিকে মৃত্যুবরণ করেছে এবং ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু হয়েছে।

ক্লিনিকের নার্স লিলি রায় জানান, ডা. মাফি রোগীনির সিজার করেন। রোগীর শারীরিক অবস্থা দুর্বল হওয়ার কারণে সিজারের পর তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে প্রেরণ করা হয়। এর বেশী কিছু আমি জানি না।

ক্লিনিক মালিক ডা. ভবতোশ রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী মাইক্রোবাসটি আটক করে এবং ক্লিনিক ঘেরাও ও ভাঙচুরের চেষ্টা চালায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ভাঙচুরের কোন ঘটনা ঘটেনি।

এমদাদুল হক মিলন/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।