শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও গ্রামে বন্যহাতির আক্রমণে চন্দ্রশেখর কোচ (৩৫) নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত চন্দ্রশেখর কোচ ওই গ্রামের আদিবাসী নেতা বিপিন বিহারী কোচের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাহাড় থেকে ৩০-৪০টির একদল বন্যহাতি ঝিনাইগাতীর গান্ধিগাঁও গ্রামে নেমে আসে। বন্যহাতির দল ওই এলাকার আমন ধানক্ষেতে নেমে তাণ্ডব চালালে স্থানীয় লোকজন বন্যহাতি তাড়াতে যায়। এসময় হাতি তাড়াতে থাকা চন্দ্রশেখর কোচকে একটি বন্যহাতি শুড় পেঁচিয়ে ধরে পায়ে পিষ্ট করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যহাতির দল ধানক্ষেতে নেমে আমন ধান খাওয়ার সময় হাতি তাড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে আদিবাসী কৃষক চন্দ্রশেখর নিহত হয়।
হাকিম বাবুল/এআরএস