মাঠে নেমেছেন প্রধানমন্ত্রীর জামাতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:০৪ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮

যারা নির্বাচনী মাঠে আছে, যারা দেশের উন্নয়ন করেছে, দেশ যাদের কাছে নিরাপদ, আগামী নির্বাচনে তাদেরই ভোট দিতে হবে। দেশের অগ্রযাত্রায় স্বাধীনতার প্রতীক নৌকা ও শেখ হাসিনাই সেক্ষেত্রে যোগ্য।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা কম্পিউটার ইঞ্জিনিয়ার খন্দকার মাশরুর হোসেন মিতু প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যারা এখনও ভোটের মাঠে নামেনি। ব্যানার-পোস্টার লাগায়নি। তারা কি নাশকতার মাধ্যমে ভোট নিতে চায়? সে কাজ এই বাংলাদেশে আর সম্ভব নয়। বাংলার মানুষ এখন অনেক সচেতন। ভোটের মাধ্যমেই তাদের প্রতিহত করবে। এসময় সিরাজগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষে তার বোন জামাই অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর জামাতা।

Election

পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, নারী এমপি সেলিনা বেগম স্বপ্না, আওয়ামী লীগ নেতা কে এম হোসেন আলী হাসান, সিরাজুল ইসলাম খান, এফবিসিসিআইয়ের পরিচালক ও এমপি মুন্না’র সহধর্মিনী শারিতা মিল্লাত, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও পৌর আওয়ামী লীগের সাধারণ দানীউল হক দানী মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে বিকেলে সদর উপজেলার সয়দাবাদে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা কম্পিউটার ইঞ্জিনিয়ার খন্দকার মাশরুর হোসেন মিতু।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।