মাশরাফির সম্মানে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৮

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. ফায়েকুজ্জামান ফিরোজ।

বুধবার বিকেলে শহরের বঙ্গবন্ধু চত্বরের যৌথ সভায় জেলা জাতীয় পার্টি এ সিদ্ধান্ত নেয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

Narail-ZP1

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, মাশরাফি বিন মর্তুজা নড়াইল তথা পুরো দেশের সম্পদ। তাই মাশরাফির সম্মানে তাকে সমর্থন জানিয়ে আমি সরে দাঁড়ালাম। নির্বাচনে মাশরাফিকে ভোট দিয়ে জয়ী করব।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসসহ জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।