মুন্সীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

মুন্সীগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুইজন নিহত হয়েছেন। নিহত দুই ব্যক্তিকে সন্ত্রাসী বলে দাবি করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সিপাহিপাড়ার বল্লালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ল্যাংড়া খসরু ও শ্যামল (কানা সুমন)।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে জানায় র‌্যাব। তারা হলেন- র‌্যাবের সদস্য মোকাররম হোসেন (৪৫) ও সাফায়ত (৩১)।

র‌্যাব-১১-এর স্পেশাল কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিপাহিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পাল্টা গুলি চালায় র‌্যাব। এতে সন্ত্রাসী ল্যাংড়া খসরু ও কানা সুমন নিহত হয়। এ সময় র‌্যাবের দুই সদস্যের হাতে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

র‌্যাব কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান দাবি করেন, সন্ত্রাসীদের কাছ থেকে দুটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতরা তালিকাভুক্ত সন্ত্রাসী।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।