বান্দরবান-চট্টগ্রাম রুটে যান চলাচল শুরু


প্রকাশিত: ০৩:৩৯ এএম, ২১ আগস্ট ২০১৫

সড়ক থেকে পানি নেমে যাওয়ায় বান্দরবান-চট্টগ্রাম সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে বান্দরবান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সব ধরনের যানবাহন জেলা সদর থেকে ছেড়ে যাচ্ছে।

বান্দরবান পূরবী কাউন্টার ম্যানেজার মহসিন জাগো নিউজকে বলেন, সড়ক থেকে পানি নেমে যাওয়ায় পূরবীসহ অন্যান্য চেয়ারকোচ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

এর আগে দুই দিনের টানা বর্ষণে জেলার সাঙ্গু নদীর পানি বৃদ্ধিতে বান্দরবান-কেরানীহাট সড়কে বড়দুয়ারা এলাকায় প্লাবিত হওয়ায় বৃহস্পতিবার বিকেল থেকে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সৈকত দাশ/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।