বিজয়নগরে বিএনপি প্রার্থীর গাড়িতে হামলা
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
রোববার বেলা ১১টার দিকে জেলার বিজয়নগর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জাগো নিউজকে জানান, বিজয় দিবস উপলক্ষে সকালে বিজয়নগর উপজেলা পরিষদ কমপ্লেক্সের স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে যান বিএনপি প্রার্থী শ্যামল। ফুল দিয়ে ফেরার পথে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনের সড়কে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনিসহ ছাত্রলীগ-যুবলীগের কয়েকশ নেতাকর্মী অতর্কিত শ্যামলের গাড়িতে লাঠি-সোটা ও ইট-পাটকেল নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির জাগো নিউজকে বলেন, বিএনপি প্রার্থীর গাড়িতে কয়েকজন যুবক ঢিল ছুড়েছেন বলে খবর পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম