নোয়াখালীতে জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮

নোয়াখালী-২ আসন সেনবাগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তিনি রক্ষা পেলেও ৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ আহত হয়েছেন ৫ জন।

রোববার সকালে এ হামলার ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দুর্বুত্তরা উপজেলা বিএনপি অফিসও ভাঙচুর করে।

জয়নুল আবদিন ফারুক জানান, সকাল পৌনে ৯টার সময় বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের অনুমতি নিয়ে তিনি উপজেলা সদরে ফুল দিতে যান। এ সময় সেনবাগ বাজারের সন্নিকটে রাস্তার উপর তাদের গাড়িবহরে এ হামলা চালানো হয়।

হামলায় উপজেলা চেয়ারম্যান বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ, পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সেনবাগ উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাবুদ্দিন রাসেল ও পৌর ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন স্বপন আহত হন।

মিজানুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।