আমার কোনো চাওয়া নেই : পাপন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন বলেছেন, জনগণের সেবা করার জন্য রাজনীতি করি, নিজের চাওয়া পূরণের জন্য নয়।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার আগানগরে নির্বাচনী সমাবেশে এ কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, আমার কোনো চাওয়া নেই। আমি রাজনীতি করি ভৈরব-কুলিয়ারচর জনগণের কল্যাণের জন্য। তাই আমার দায়িত্ব ভৈরব-কুলিয়ারচরবাসীর সেবা করা। নৌকায় মার্কায় ভোট দিয়ে স্বাধীনতার সপক্ষের দলকে জয়ী করুন।

নাজমুল হাসান পাপন আগানগর ইউনিয়নের সকল পাড়া-মহল্লায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত গণসংযোগ করে বিকেলে সমাবেশে যোগ দেন।

আগানগর ইউনিয়নের চেয়ারম্যান মোমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল­াহ মিয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু প্রমুখ। এ সময় আগানগরসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আসাদুজ্জামান ফারুক/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।