বন্ধুদের সহায়তায় দেশে এলো প্রবাসীর মরদেহ


প্রকাশিত: ১১:২৫ পিএম, ২০ আগস্ট ২০১৫

সরকারি কোনো উদ্যোগ ছাড়াই কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের সৌদি প্রবাসী গোলাম মোস্তফার মরদেহ দেশে ফেরৎ আনা হয়েছে প্রবাসী বন্ধুদের আর্থিক সহায়তায়। উপার্জনক্ষম একমাত্র অভিভাবককে হারিয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাতকারী অসহায় ওই পরিবারকে নগদ তিন লাখ টাকা অর্থ সহায়তাও প্রদান করেছে প্রবাসী বন্ধুরা।

বৃহস্পতিবার দুপুরে ধামঘর নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়। প্রবাসীদের এই মহতী উদ্যোগ স্থানীয়দের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।

জানা যায়, ধামঘর গ্রামের শরাফ উদ্দিন ওরফে ধনু মিয়ার ছেলে গোলাম মোস্তফা গত ৮ জুলাই সৌদি আরবের উনাইজা শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে সরকারি সহায়তায় তার মরদেহ দেশে ফিরে আনার উদ্যোগ না নেয়ায় একই গ্রামের প্রবাসী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাবুলের নেতৃত্বে শহরের অর্ধশতাধিক প্রবাসী মিলে পাঁচ লাখ টাকা নগদ অর্থ উত্তোলন করেন।

বন্ধুদের সহায়তার প্রায় দুই লাখ টাকা ব্যয়ে তার মরদেহ দেশে পাঠিয়ে বাকি তিন লাখ টাকা তার অসহায় পরিবারকে নগদ সাহায্য প্রদান করা হয়। নিহত ওই প্রবাসীর তিন মেয়ে রয়েছে। দেড় মাস পর বুধবার গভীর রাতে গোলাম মোস্তফার মরদেহ দেশে আনা হলে তার স্বজন ও এলাকাবাসী মাঝে কান্নার রোল পড়ে যায়।

কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।