লাইভ অনুষ্ঠানে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ক্যামেরা ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮

ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার কাজী এমদাদ, ভোলা প্রতিনিধি হারুন অর রশিদ, ক্যামেরাপারসন হাবিব ও গাড়িচালক তরিকরে লাঞ্ছিত করা হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে লালমোহন উপজেলার নাঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

bhola2

প্রত্যক্ষদর্শী ও চ্যানেল আইয়ের ভোলা প্রতিনিধি হারুন অর রশিদ জানান, চ্যানেল আইয়ের একটি টিম নাঙ্গলখালী এলাকায় ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদের বাড়ির পাশে লাইভ করছিল।

এ সময় লাইভ অনুষ্ঠানের পাশেই আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার কাজ চালাচ্ছিল। এতে বাধা দিতে যায় বিএনপি নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ফলে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

bhola3

ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় আমাদের লাঞ্ছিত করা হয়। এ সময় ক্যামেরা ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ছিনিয়ে নিয়ে বিএনপির নেতাকর্মীরা।

লালমোহন থানা পুলিশের ওসি মীর খায়রুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।