বাড়ি গিয়ে বিএনপি প্রার্থীর সঙ্গে কোলাকুলি করলেন তোফায়েল আহমেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮

ভোলা-১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। শনিবার সকালে দেশের অন্যতম হেভিওয়েট আওয়ামী লীগ প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্যাতিক্রমী প্রচারণা চালিয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের বাসভবনে গিয়ে শুভেচ্ছো বিনিময়সহ কোলাকুলি করেন।

এ সময় তিনি বলেন, এখানে কোনো রাজনৈতিক হানাহানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, কারোর প্রচারণায় কেউ বাধা সৃষ্টি করছে না।

তোফায়েল আহমেদের এ ধরনের প্রচারণা ভোলার নির্বাচনী ইতিহাসে প্রথম দৃষ্টান্ত। এ সময় বিএনপির প্রার্থীও সন্তোষ প্রকাশ করেন।

Bhola1

এর আগে তোফায়েল আহমেদ ভোলা শহরের প্রধান সড়ক বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি ও কালিনাথ রায় বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় সদর রোডে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নামে। তোফায়েল আহমেদ বলেন, ভোলার প্রধান সমস্যা ছিল নদীভাঙন। তা আমি রোধ করেছি। এখন আমার স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা। সেটাও করব।

Bhola1

এদিকে ভোলা-১ আসনে দ্বিতীয় দিনের মতো শনিবার দুপুরে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর ভোলা শহরের চকবাজার, নতুন বাজার এবং ইলিশা রোড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় বিএনপির প্রার্থী ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান। তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।