ঘরে ফিরলো গুলিবিদ্ধ নাজমা ও সুরাইয়া


প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২০ আগস্ট ২০১৫

মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে নিয়ে তার মা নাজমা বেগম ও বাবা বাচ্চু ভূঁইয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় তাদের বাড়িতে ফিরেছেন।

এসময় তাদের অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, মাগুরা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. শফিউর রহমানসহ আরো অনেকে।


নাজমার বাড়িতে এসময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বাড়িতে থাকা নাজমা বেগম বেগমের শাশুড়ি দুলালী বেগম, পুত্র সোহাগ ও মেয়ে সুমাইয়া সুস্থ শিশু সুরাইয়াকে কোলে তুলে নিয়ে আদর সোহাগ করতে থাকে।

পরে জেলা প্রশাসক নাজমা বেগমের হাতে ১০ হাজার টাকার চেক অনুদান হিসেবে তুলে দেন। প্রতিবেশিরাসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ নাজমা বেগম ও তার শিশু কন্যাকে দেখতে তাদের বাড়িতে ভিড় জমায়।


পুলিশ নিরাপত্তা জোরদার করে। পেটে গুলিবিদ্ধ নাজমা বেগম ও তার স্বামী বাচ্চু ভূঁইয়া মাগুরা সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, সাংবাদিক ও সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

## ফিরে দেখা হাসি-কান্নার ২৬ দিন

আরাফাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।