রামগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০


প্রকাশিত: ০১:৫১ পিএম, ২০ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ পৌরসভা কার্যালয় সামনের সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় সূত্র জানায়, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রামগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামনুর রশিদ রুবেলকে বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাছান শুভ ও তার নেতাকর্মীরা। সেখানে তাকে একটি রুমে আটকে রেখে মারধর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে রুবেলকে উদ্ধার করে নিয়ে আসে। এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এরই জের ধরে রামগঞ্জ শহরে রুবেলের পক্ষ নিয়ে পৌর কমিটির সভাপতি সোহেল চৌকিয়া ও শুভর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে মামনুর রশিদ রুবেল, মেহেদী হাছান শুভ, মানিক হোসেন, শোভন, আশিক, রাব্বি, মো. তুহিন ও নোমানসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এর মধ্যে রুবেল ও শোভনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা, নোয়াখালী হাসপাতাল ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, রুবেলকে আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।