৩০ ডিসেম্বর এই সরকারের পতনের দিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর এই স্বৈরাচার সরকারের পতনের দিন। জনগণই পারে ধানের শীষে একটি করে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এই সরকার আবারও ক্ষমতায় আসার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে যাচ্ছে। তাদের দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন ও গণতন্ত্র ধংস দিন দিন চরম পর্যায়ে পৌঁছেছে। জাতির এই কঠিন সঙ্কটে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা পরিবর্তন আনতে পারি।

বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ধানের শীষে ভোট দিয়ে সরকার পতনের পর খালেদা জিয়াকে মুক্ত করারও আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ- সভাপতি পয়গাম আলীসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে তিনদিন ধরে মির্জা ফখরুল নির্বাচনী পথসভা ও জনসভা করছেন। এরপর সালন্দর, রাজাগাঁও, রহিমানপুর, জামালপুর ইউনিয়নের ১৫ স্থানে পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

রবিউল এহসান রিপন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।