ভোটের মাঠে লড়াই হবে চাচা-ভাতিজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১১ ডিসেম্বর ২০১৮

রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে প্রতীক পেয়েছেন প্রতিদ্বন্দ্বিতাকারী ১০ জন প্রার্থী। শুরু হয়েছে প্রচার-প্রচারণা। তবে আলোচনার শীর্ষে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক (নৌকা) ও জাতীয় পার্টির উপজেলা সভাপতি আসাদুজ্জামান চৌধুরী সাবলু (লাঙ্গল)।

সাবলু চৌধুরীর চাচাতো ভাই প্রয়াত আব্দুল মমিন চৌধুরীর ছেলে হলেন ডিউক চৌধুরী। সম্পর্কে সাবলু চৌধুরীর ভাতিজা ডিউক চৌধুরী। ভোটের মাঠে চাচা-ভাতিজার লড়াই এ আসনের ভোটারদের মাঝে তাই বাড়তি উত্তেজনার সৃষ্টি করেছে।

২০১৪ সালের নির্বাচনে নানা নাটকীয়তার পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করেন আসাদুজ্জামান চৌধুরী সাবলু। ফলে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডিউক চৌধুরী।

মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে বেশ কয়েকদিন ধরে চলছিল টানটান উত্তেজনা। কে কাকে এ আসনটি ছাড় দিচ্ছে এ নিয়ে জল্পনা-কল্পনার কমতি ছিল না। শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় উন্মুক্ত হয়ে যায় এ আসনটি। ফলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই প্রার্থীই লড়াইয়ে টিকে থাকলেন।

এ আসনে ডিউক চৌধুরী ও সাবলু চৌধুরী ছাড়াও এবারের নির্বাচনে লড়ছেন- সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার (বিএনপি-ধানের শীষ), সাবেক এমপি আনিছুল রহমান মন্ডল (স্বতন্ত্র-সিংহ), আশরাফ আলী (ইসলামী আন্দোলন-হাতপাখা), কুমারেশ চন্দ্র রায় (জাসদ-মশাল), হারুন অর রশিদ (বিকল্পধারা-কুলা), আশরাফ-উজ-জামান (জাকের পার্টি-গোলাপ ফুল), জিল্লুর রহমান (বিএনএফ-টেলিভিশন) ও ওয়াসিম আহমেদ (এনপিপি-আম)।

এ আসনের ভোটারদের অনেকেই জানান, এবারের নির্বাচনে রংপুর-২ আসনে চাচা-ভাতিজার মধ্যে জমজমাট লড়াই হতে পারে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে মোট ভোটার ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৭৬৬ জন।

এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী জানান, আওয়ামীলীগ সরকার বরাবরই জনগণের উন্নয়নের জন্য কাজ করে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর দেশের জনগণ নৌকা মার্কার পক্ষে রায় দেবে বলে আশা করছি।

এ আসনে চাচা-ভাতিজার লড়াইয়ের ব্যাপারে তিনি বলেন, নির্বাচনী মাঠে পিতা-পুত্রের মধ্যে ভোটযুদ্ধ হচ্ছে সেখানে চাচা-ভাতিজা কোনো বিষয় নয়। জয় নৌকারই হবে।

এদিকে বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল হক জানান, রংপুরের মানুষ বরাবরে জাতীয় পার্টিকে ভোট দিয়েছেন। আশা করি এবারও তারা জাতীয় পার্টিকে নির্বাচিত করবে।

জিতু কবীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।