পটুয়াখালীতে ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৯ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। জেলা রিটার্নিং অফিসার কার্যালয় অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসন থেকে বিএনপির সুরাইয়া আক্তার চৌধুরী, গণফোরামের আ. আজিজ ও ইসলামি ঐক্যজোটের আ. রহমান শাহ আলম। পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ড. শফিকুল ইসলাম। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির মো. শাজাহান খান ও হাসান মামুন এবং গণফোরামের মোহাম্মদ উল্লাহ। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির মো. মনিরুজ্জামান মনির ও জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।