বিএনপির মনোনয়ন না পাওয়ায় মিলনের সমর্থকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৮

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

শনিবার বিকেল ৪টার দিকে ছাতক শহরের বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।

এ সময় তারা সুনামগঞ্জ-৫ আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান। পরে কলিম উদ্দিন আাহমদ মিলন ঘটনাস্থলে পোঁছে কর্মী-সমর্থকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান চৌধুরী। তিনি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। সংসদ নির্বাচনে এবারই প্রথম তিনি অংশ নিচ্ছেন। এর আগে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন মিজানুর রহমান চৌধুরী।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।