শরীয়তপুরে বাস ধর্মঘট চলছে


প্রকাশিত: ০৮:২০ এএম, ২০ আগস্ট ২০১৫

শরীয়তপুরের বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও শরীয়তপুর পৌরসভার মেয়র আব্দুর রব মুন্সীসহ ৯ জনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শরীয়তপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য শরীয়তপুর জেলার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে শরীয়তপুরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে যাত্রী সাধারণকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এ ব্যাপারে শরীয়তপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মেদ তালুকদার বলেন, আমাদের মালিক সমিতির সভাপতিকে অন্যায়ভাবে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে আমরা বাস ধর্মঘটের আহ্বান করেছি।

উল্লেখ্য, শরীয়তপুর পৌরসভার আংগারিয়া উচ্চ বিদ্যালয়ে ৩ একর ৭১ শতাংশ জমি কম মূল্যে বিক্রি করে প্রায় সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুন্সী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল মুন্সীসহ ১২ জনের বিরুদ্ধে গত ২৮ মে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। আদালত চার্জশিট গ্রহণ করে ৩০ জুন অভিযুক্তদের সশরীরে হাজির হতে বললেও হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

দীর্ঘ দেড় মাস পলাতক থাকার পর বুধবার জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুন্সী, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল মুন্সী, চিতলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সালাম হাওলাদার, আইউব আলী মল্লিক, কুদ্দুস মোল্যা, সুজন সাহা, সংগীতা সাহা, রণজিৎ সাহা ও জমি গ্রহীতা জাহাঙ্গীর আলম আদালতে আত্মসমর্পণ করেন।

তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মজিবুর হাওলাদার, বেগম আলফাতুন্নেছা ও অপর জমি গ্রহীতা আব্দুস সালাম এখনও পলাতক রয়েছেন।

মো. ছগির হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।