নড়াইলে শুভ্রা মুখার্জির স্মরণসভা অনুষ্ঠিত
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির স্মরণে নড়াইলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার তুলারামপুর আশারআলো মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী। এসময় বক্তব্য রাখেন শ্রী শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্ত্তিক চন্দ্র ঘোষ, স্বপন কুমার রায়, মনিরতন বিশ্বাস, মো. মহব্বত হোসেন বিথিকা বিশ্বাস প্রমুখ। শুভ্রা মুখার্জির স্মরণে বৃহস্পতিবার কলেজ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্ত্তিক চন্দ্র ঘোষ আবেগাপ্লুত হয়ে স্মৃতিচারণ করে বলেন, দিদি আমাদের পুকুরে সাঁতার কেটে স্নান করতেন। পুকুরে মাছের ভেসে উঠা দেখতেন আর হাসতেন। তিনি আরও বলেন দিদি ইন্দিরা গান্ধির আদর্শকে অনুসরণ করে নিজে (ইন্দিরা গান্ধি ইন মাই আইস) বই লিখেছেন।
হাফিজুল নিলু/এমজেড/আরআইপি