বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দুধল ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান (৬৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে আনা হলে সকাল নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেবাচিম (শের-ই-বাংলা মেডিকেল কলেজ) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল কালাম মৃতের স্বজনদের বরাত দিয়ে জাগো নিউজকে জানান, সকালে বাড়ি সংলগ্ন মাছের ঘেরে যান হাবিবুর রহমান। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে আহত হন। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসেন। এখানে চিকিৎসা নেয়ার সময় তিনি মারা যান।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, হাবিবুর রহমান তার মাছের ঘেরের চুরি ঠেকাতে চারপাশে বিদ্যুতের সংযোগ দেয়। অসাবধানতাবশত সেই তারে পা পড়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
সাইফ আমীন/এমজেড/আরআইপি