বয়স্কদের দুর্নীতি ঠেকানো কঠিন : দুদক চেয়ারম্যান
আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতি থেকে রক্ষা করতে হবে। যারা বয়স্ক তাদের দুর্নীতি ঠেকানো অনেকটা কঠিন। এমনকি তাদেরকে সহজে ফেরানো যাবে না। বুধবার রাতে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে জেলা ও সদর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ফকিরহাট ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের জাতীয় পর্যায়ে বিতার্কিক দলের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান এসব কথা বলেন।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যদি দুর্নীতি থেকে ফেরানো যায় তাহলেই দুর্নীতি থেকে এদেশ একসময় রক্ষা পাবে। তাই তরুনদেরকে জাগিয়ে তুলতে হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ফকিরহাট ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের বিতার্কিক দলের কৃতি সদস্য ফারহানা নুর প্রজ্ঞা, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, বাগেরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর কার্ত্তিক চন্দ্র পাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যপক মোজাফ্ফর হোসেন, ডা. জ্ঞান রঞ্জন চক্রবর্তী প্রমুখ।
এসময় চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে খুলনা বিভাগীয় পরিচালক এ. কে এম. জায়েদ হোসেন খান, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. আব্দুল হাই, বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আজমুল হক বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
শওকত আলী বাবু/এমজেড/আরআইপি