৫০ লাখ টাকার হেরোইন ফেলে পালালো চোরাকারবারিরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৮

বেনাপোল চেকপোস্টের বড়আচঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আধা কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেরোইনের চালানটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন জানান, গোপন সংবাদে জানা যায় মাদক চোরাকারবারিরা হেরোইনের একটি বড় চালান ভারত থেকে পাচার করে এনে বেনাপোল চেকপোস্ট বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির হাবিলদার কেরামত আলী, ল্যান্স নায়েক আব্দুর রহমান, নজরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পলিথিনে মোড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পোটলাটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে তার মধ্যে থেকে ৫০০ গ্রাম (আধা কেজি) হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক পরিত্যক্ত অবস্থায় আধা কেজি হেরোইন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জামাল হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।