ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির বিরুদ্ধে যুবক নির্যাতনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার আজমপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের নির্যাতনে লুৎফুর আমিন ভূইয়া (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মাদক ব্যবসার অভিযোগে আটক হওয়া এক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় বিজিবি সদস্যরা লুৎফুরকে আটক করে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহতের পরিবার। এ ঘটনায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে আহত লুৎফুরকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত লুৎফুরের স্ত্রী মুন্নি আক্তার জাগো নিউজকে জানান, বুধবার সকালে বিজিবির আজমপুর বর্ডার আউটপোস্ট (বিওপি) এর সদস্যরা ত্রিপুরা সীমান্তবর্তী আজমপুরের রামধননগর এলাকা থেকে মাদক ব্যবসায়ী সন্দেহে আলাল নামের এক ব্যক্তিকে আটক করে। এসময় সেখানে উপস্থিত লুৎফুর আলালকে ‘ভালো লোক’ বলে বিজিবির কাছে তাকে ছেড়ে দিতে বলে। তখন বিজিবি সদস্যদের সঙ্গে লুৎফুরের বাক-বিতণ্ডা হয়।
এরপর দুপুর দেড়টার দিকে বিজিবি সদস্যরা লুৎফুরের বাড়িতে গিয়ে টয়লেটের দরজা ভেঙে তাকে ধরে এনে বাড়ির উঠানে ফেলে ব্যাপক মারধোর করে। এসময় লুৎফুরের মা আনোয়ারা বেগম ও স্ত্রী মুন্নি আক্তার বাধা দিলে বিজিবি সদস্যরা তাদেরকেও মারধর করেন বলে অভিযোগ করেন তারা।
পরে লুৎফুরকে আজমপুর বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এসময় লুৎফুর জ্ঞান হারিয়ে ফেললে রাত সাড়ে ৮টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে বিজিবি। আহত লুৎফুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ বাহার।
এদিকে সদর হাসপাতালে নির্যাতিত ওই যুবকের ছবি তুলতে গেলে বিজিবি সদস্যরা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন।
এ ব্যাপারে ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার (কুমিল্লা অঞ্চল) লেফটেন্টে কর্নেল নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিজিবি সদস্যরা ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করলে লুৎফুর তাকে ছাড়িয়ে নিতে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যদের সঙ্গে লুৎফুরের ধস্তা-ধস্তি হয়। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজিজুল আলম সঞ্চয়/এমএএস/বিএ