পুলিশের কান নিয়ে গেল ইজিবাইক চালক


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৯ আগস্ট ২০১৫

যশোরে দায়িত্ব পালনকালে ইজিবাইক চালকের হামলায় কানা কাটা পড়েছে আব্দুল মান্নান নামে এক ট্রাফিক পুলিশের।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ট্রাফিক অফিসের অদূরে শহরের দড়াটানায় এ ঘটনা ঘটে। পুলিশ মান্নানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুল মান্নান খুলনার তেরখাদা এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে। তিনি যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকায় ভাড়া থেকে ট্রাফিক অফিসে কনস্টেবল (৬৭৬ নম্বর) পদে কর্মরত রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মান্নান জানান, তিনি দায়িত্ব পালনের সময় ইজিবাইকের সারিবদ্ধ হয়ে যাত্রী উঠাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে এক ইজিবাইক চালক তাকে পেছন থেকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানিয়েছেন, তার বাম কানের লতি কেটে পড়ে গেছে।  এছাড়া বাম হাতে ও পাজরে ছুরিকাঘাতের চিহ্ণ রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন যশোরের সহকারী পুলিশ সুপার ‘ক’ সার্কেল ভাস্কর সাহাসহ পুলিশের কর্মকর্তারা।

এদিকে, হামলাকারী ইজিবাইক চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী।

মিলন রহমান/এমএএম/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।