পাবনায় ৪ জনের মনোনয়নপত্র বাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

পাবনার পাঁচটি আসনে ৪২ প্রার্থীর মধ্যে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন রোববার বিকেলে ৩৮ জনের বৈধ এবং ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

মনোনয়নপত্র বাতিল হয়েছে যাদের, পাবনা-১ আসনে বিএনপি প্রার্থী মো. সালাউদ্দিন খান, পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. হাসানুল ইসলাম, বিএনপি প্রার্থী ও সদ্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা মো. হাসাদুল ইসলাম এবং পাবনা-৫ আসনে বাংলাদেশ খেলাফত অন্দোলন প্রার্থী ডা. ইসমাইল হোসেন।

উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র মন্ত্রণালয়ে গৃহীত না হওয়ায় পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থী মো. হাসাদুল ইসলাম এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হাসাদুল ইসলাম চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। গত ২৮ নভেম্বর চাটমোহর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

জেলা রিটার্নিং অফিসার জানান, হাসাদুল ইসলামের পদত্যাগপত্র মন্ত্রণালয়ে গৃহীত না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিএনপি প্রার্থী হাসাদুল ইসলাম জানান, তিনি পদত্যাগ করার পরই মন্ত্রণালয়ে এবং পাবনার জেলা প্রাশসক ও জেলা রিটার্নিং অফিসারের কাছে কপি দিয়েছেন।

একে জামান/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।