হুইপ সেলিমসহ ১৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০২ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে বিরোধীদলীয় হুইপ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিনসহ মোট ১৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবার এসব আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের ৬৬ জন দলীয় ও স্বতন্ত্রপ্রার্থী।

রোববার সকালে সিলেটের জেলা প্রশাসক সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল হক প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

সিলেট-১ : সিলেট সিটি করপোরেশন ও সদর নিয়ে গঠিত এ আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী আনোয়ার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হলফনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ আসনে যাদের মনোনয়নপত্র গ্রহণ বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, ড. এ কে আব্দুল মোমেন (আওয়ামী লীগ), ইনাম আহমদ চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির (বিএনপি), উজ্জল রায় (বাসদ-মার্কসবাদী), প্রণব জ্যোতি পাল (বাসদ), রেদওয়ানুল হক (ইসলামী আন্দোলন), মোহাম্মদ ফয়জুল হক (ইসলামী ঐক্যজোট), ইউসুফ আহমদ (পিপলস পার্টি), মাহমুদুর রহমান চৌধুরী (জাপা) ও মাওলানা নাসির উদ্দিন।

সিলেট-২ : বিশ্বনাথ ও ওসমানীনগর নিয়ে গঠিত আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী ড. এনামুল হক সরদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান ও মোহাম্মদ আব্দুর রব। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের সত্যতা যাচাইয়ে মিথ্যা প্রমাণিত হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

সিলেট-২ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদীর লুনা ও ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস (বিএনপি), ইয়াহিয়া চৌধুরী এহিয়া (জাতীয় পার্টি), মাওলানা কাজী আমিন উদ্দিন (জমিয়তে উলামায়ে ইসলাম), মনোয়ার হোসেন (এনপিপি) মুনতাছির আলী (খেলাফত মজলিস), মো. মোশাহিদ খান (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) ও মোকাব্বির খান (গণফোরাম)।

সিলেট-৩ : দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরা হলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ও মো. আব্দুল ওয়াদুদ। বিএনপির প্রার্থী কাইয়ুম চৌধুরীর এফিডেভিটে স্বাক্ষর না থাকায় এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াদুদ ও জুনায়েদ মোহাম্মদ মিয়ার দেয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় প্রার্থিতা বাতিল করা হয়। এ আসনে যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী (আওয়ামী লীগ), শফি আহমদ চৌধুরী, এমএ হক, ব্যারিস্টার এম এ সালাম (বিএনপি), মাওলানা আতিকুল ইসলাম ও মাওলানা নজরুল ইসলাম (জমিয়তে উলামায়ে ইসলাম), দিলওয়ার হোসাইন (খেলাফত-মজলিস) ও এম এ মতিন চৌধুরী (জাতীয় পার্টি)।

সিলেট-৪ : গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর নিয়ে গঠিত এ আসনে ৮ জন মনোনয়নপত্রের মধ্যে একটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলীয় মনোনয়নের ছাড়পত্র না থাকায় এবং এফিডেভিটে স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির এম ইসমাইল আলীর মনোনয়নপত্রটি বাতিল করা হয়। এ আসনে মনোনয়নপত্র বৈধ করা হয়েছে ৭ জনের। তারা হলেন, বর্তমান ইমরান আহমেদ (আওয়ামী লীগ), সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম ও অ্যাডভোকেট সামসুজ্জামান জামান (বিএনপি), মাওলানা আতাউর রহমান (জমিয়তে উলামায়ে ইসলাম), মনোজ কুমার সেন (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), জিল্লুর রহমান (ইসলামী আন্দোলন) ও তাজ উদ্দিন তাজ আহমদ (জাতীয় পার্টি)।

সিলেট-৫ : কানাইঘাট ও জকিগঞ্জ নিয়ে গঠিত এই আসনে বর্তমান সাংসদ ও বিরোধীদলীয় হুইপ জাতীয় পার্টি নেতা সেলিম উদ্দিনসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে ৭ জনের মনোনয়নপত্র চূড়ান্ত করেছেন রিটার্নিং কর্মকর্তা। সাংসদ সেলিম উদ্দিন (জাপা) ছাড়াও যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, এম এ মতিন (ইসলামী ঐক্যজোট), আহমদ আল ওয়ালী (স্বতন্ত্র), মাওলানা নুরুল আমিন (ইসলামী আন্দোলন) ও ফয়জুল মুনির চৌধুরী (স্বতন্ত্র)।

রিটার্নিং কর্মকর্তা জানান, জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিনের ব্যাংক চালানের মূল কপি ও হলফনামায় স্বাক্ষর না থাকায় প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া ইসলামী ঐক্যজোটের প্রার্থী এম এ মতিন চৌধুরীর বিদ্যুৎ বিল বকেয়া, স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনির চৌধুরীর হলফনামায় স্বাক্ষর না থাকায়, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. নুরুল আমীন বাংলাদেশ ব্যাংকের তালিকায় ঋণ খোলাপি (ঋণের জামিনদার) এবং আহমদ আল ওয়ালী স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের তালিকার সত্যতা না থাকায় প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

সিলেট-৫ আসনে যাদের মনোনয়ন চূড়ান্ত হয়েছে তারা হলেন, হাফিজ আহমদ মজুমদার (আওয়ামী লীগ), মাওলানা উবায়েদুল্লাহ ফারুক (জমিয়তে উলামায়ে ইসলাম), মামুনুর রশিদ মামুন ও শরিফ আহমদ লস্কর (বিএনপি), মাওলানা ফরিদ উদ্দিন (জামায়াত), মো. শহীদ আহমদ চৌধুরী (মুসলিম লীগ) ও অ্যাডভোকেট বাহার উদ্দিন আল রাজি (গণফোরাম)।

সিলেট-৬ : গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার নিয়ে গঠিত এ আসনে দুই সংসদ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

সিলেট-৬ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (আওয়ামী লীগ), ফয়সল অহমদ চৌধুরী, চলচ্চিত্র অভিনেতা হেলাল খান ও মো. আব্দুর রকিব (বিএনপি), সাবেক সচিব শমসের মবিন চৌধুরী (বিকল্পধারা), মাওলানা হাবিবুর রহমান (জামায়াত), আজমল হোসেন (ইসলামী আন্দোলন) এবং মাওলানা আসাদ উদ্দিন আল মাহমুদ (জমিয়তে উলামায়ে ইসলাম)।

ছামির মাহমুদ/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।