কালীগঞ্জে ৩ মাদকাসক্তের জেল-জরিমানা


প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৯ আগস্ট ২০১৫

গাজীপুরের কালীগঞ্জে তিন মাদকাসক্তের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল চারটায় উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।  
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে উপজেলার বাহাদুরসাদী বাশাইর গ্রামের অধণ্য দাসের ছেলে সঞ্জিত দাসকে (৩৬), মোক্তাপুর ধনপুর গ্রামের আলী আহাম্মেদ খাঁনের ছেলে নাঈম খাঁনকে (১৯) এবং কালীগঞ্জ পৌর এলাকার উত্তর ভাদার্ত্তী গ্রামের ওসমান গনির ছেলে রিয়াদকে (১৮) মাদকসহ আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ ৭(ক) ধারা মোতাবেক সঞ্জিত ও নাঈমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই আইনের ২২ (ঘ) ধারা মোতাবেক রিয়াদকে পাঁচ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন আলাদাভাবে পরিচালিত দু’টি ভ্রাম্যমাণ আদালত।

আব্দুর রহমান আরমান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।