ইমরান এইচ সরকারের মনোনয়ন বাতিল
কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের তালিকায় ত্রুটি থাকায় রোববার দুপুরে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন মনোনয়নপত্রটি বাতিল করেন।
তবে ইমরান এইচ সরকার জানিয়েছেন, এর বিপরীতে কাগজ পাওয়ার পর তিনি আপিল করবেন।
এছাড়া কুড়িগ্রাম-৪ আসনে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেনের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
কুড়িগ্রামের মোট চারটি আসনে ৫৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসনেই ১৩ জনের ও কুড়িগ্রাম-৩ আসনে ঋণ খেলাপের অভিযোগে বিএনপি প্রার্থী আব্দুল খোলেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া কুড়িগ্রাম-২ আসনে ৪ জন ও কুড়িগ্রাম-১ আসনে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নাজমুল হোসেন/এফএ/এমএস