বগুড়ায় সাজাপ্রাপ্ত সাত নারী গ্রেফতার


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৯ আগস্ট ২০১৫

বগুড়ার অর্থঋণ আদালতের মামলায় সাজাপ্রাপ্ত কাহালুর ৭ নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, ওই গ্রামের আবদুর রহিমের স্ত্রী সায়বানী (৪৫), আব্দুল হারেছের স্ত্রী তারাবানু (৪৮), জাহিদুলের স্ত্রী রুবিয়া বেগম (৪৫), হবিবর রহমানের স্ত্রী রাহেলা বিবি (৫০), নজির উদ্দিনের স্ত্রী মাহমুদা বেগম (৪৭), আসাদুরের স্ত্রী মরিয়ম বেগম (৪৯) ও সাহেব আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫২)।

কাহালু থানা পুলিশের ওসি সমিত কুমার কুন্ডু জানান, ২০১৩ সালে বগুড়ার অর্থঋণ আদালতে দায়েরকৃত মামলায় এক মাস করে তাদের সাজা হয়। এরপর থেকেই তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করেছে।  গতকালই তাদের আদালতে পাঠানো হয়েছে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহালু শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, কৃষকপুর টুপিপাড়া ৭নং মহিলা দল সমিতির মাধ্যমে তারা ৬৭ হাজার টাকার ঋণ উত্তোলন করে ৩৬ হাজার টাকা জমাও দেন। পরবর্তী সময়ে ব্যাংক কর্তৃপক্ষ সুদ আসল মিলিয়ে এক লাখ ৩৪ হাজার এবং মামলা খরচ বাবদ আরও ১৪ হাজার ৩০০ টাকার দাবিতে তাদের বিরুদ্ধে বগুড়ার অর্থঋণ আদালতের মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে এক মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন।

কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ জানান, প্রায় ১০ বছর আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহালু শাখা থেকে সমিতির মাধ্যমে তারা ঋণ নেয় বেশ কিছু টাকা পরিশোধও করেন। কিন্তু অতি গরীব হবার কারণে বাকী টাকা শোধ দিতে পারেনি। এ কারণে তাদের গ্রেফতার করা হয়েছে।


লিমন বাসার/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।