কুড়িগ্রামে বিএসএফের গুলিতে নারী নিহত


প্রকাশিত: ০৭:১৩ এএম, ১২ অক্টোবর ২০১৪

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার খালিসা-কোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহেরা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানায়, রোববার সকালে সীমান্তের ৯৩৪ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে নো-ম্যানসল্যান্ডে গেলে ভারতের বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ নো-ম্যানসল্যান্ডে পড়ে থাকলেও দু-দেশের সীমান্ত রক্ষীদের কোনো পক্ষই তাকে উদ্ধার করতে পারছে না।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের ওই এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় শাহেরা খাতুন নো-ম্যানসল্যান্ডে গেলে বিএসএফর গুলিতে নিহত হন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।