আবার মাছ ধরা যাবে কাপ্তাই হ্রদে
এ মৌসুমে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন, উৎপাদন ও বংশ বিস্তারের জন্য কাপ্তাই হ্রদে জারি করা করা নিষেধাজ্ঞা তিন মাস পর প্রত্যাহার করে নিচ্ছে জেলা প্রশাসন। এতে শুক্রবার মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে পুনরায় মাছ শিকার উন্মুক্ত হবে।
ওইদিন থেকে হ্রদে যে কোনো ধরনের মাছ আহরণ, পরিবহন ও বিপণন করা যাবে। কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ সংক্রান্ত কমিটির অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদন নিশ্চিত করতে চলতি মৌসুমে ১৯মে মধ্যরাত থেকে হ্রদে সব ধরনের মাছ আহরণ, বিপণন ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন ও বিএফডিসি।
জেলা প্রশাসন জানিয়েছে, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি ২০ মেট্রিকটন কার্প জাতীয় মাছের পোনা হ্রদে অবমুক্ত করেছে বিএফডিসি।
এ অবস্থায় কিছুদিন পর হ্রদে মাছ আহরণে আর প্রজনন ব্যাহত হবে না। তাই ২১ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদ থেকে মাছ আহরণ, পরিবহন ও বিপণন পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কাপ্তাই হ্রদের সাতটি মৎস্য অভয়াশ্রমে মাছধরা বন্ধ থাকবে।
এদিকে প্রায় তিন মাসের অধিককাল বসে থাকার পর পুনরায় কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্তে স্বস্তি ফিরে পাচ্ছেন জেলেরা। তারা হ্রদে মাছ শিকারের জন্য নৌকা, জাল নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন। জেলেদের মাঝে ফিরছে কর্মচাঞ্চল্যতা।
জেলেরা জানান, হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞার কারণে তাদের এতদিন ধরে বেকার বসে থাকতে হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে এখন স্বস্তি ফিরছে।
জানা গেছে, কাপ্তাই হ্রদে মাছের ওপর নির্ভরশীল প্রায় ৩০ হাজার জেলে। এছাড়া মৎস্য ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকসহ আরও বহু মৎস্যজীবী। সব মিলে প্রায় একলাখ মৎস্যজীবী নির্ভরশীল কাপ্তাই হ্রদের মাছের ওপর।
সুশীল প্রসাদ চাকমা/এমজেড/এমআরআই